প্লাসিবো ইফেক্ট ব্যাপারটা এমন-আপনি যদি আগে থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে কোনো কিছু করেন, তাহলে তার ফলাফলটা হবে আপনার চিন্তার অনুকূলে। ধরুন আপনি ব্যথার ট্যাবলেট খাবেন ব্যথা থেকে মুক্তি পেতে। আপনাকে ট্যাবলেটটি পাতা থেকে খুলে দেওয়া হলো, অর্থাৎ আপনি জানেন না আপনি ব্যথার ট্যাবলেটই খাচ্ছেন, নাকি অন্যকিছু। তবে খাওয়ার পর যথারীতি আপনার ব্যথার উপশম হবে, কারণ আপনি ব্যথার ট্যাবলেট বিশ্বাস নিয়েই তা খেয়েছেন।